এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ৭ জন ও আহত ২ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গত ২৩ আগস্ট শনিবার ভোররাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকার একটি মুড়ির ফ্যাক্টরির গলিতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে ৭ জন প্রাণ হারান এবং ২ জন গুরুতর আহত হন।
আজ ১ সেপ্টেম্বর, সোমবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের হাতে মোট ২ লাখ ৫ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন। নিহত প্রত্যেকের জন্য ২৫ হাজার টাকা এবং আহতদের জন্য ১৫ হাজার টাকা করে এই সহায়তা প্রদান করা হয়।
অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে রয়েছেন শ্রমিক হাসান গাজী (৪০), তার স্ত্রী সালমা বেগম (৩২), মেয়ে জান্নাত (৪) এবং শিশু ইমাম উদ্দিন (১ মাস)। হাসান গাজীর মেয়ে মুনতাহা (১০) বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এই পরিবারের পক্ষে আর্থিক অনুদান গ্রহণ করেন হাসান গাজীর ছোট ভাই রাকিবুল ইসলাম।
অপর পরিবারের নিহতরা হলেন গার্মেন্টস কর্মী আসমা বেগম (৩৫), তার মেয়ে তিশা (১৭) এবং মা তাহেরা বেগম (৬০)। আসমা বেগমের ছেলে মাদ্রাসা ছাত্র আরাফাত (১৫) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এই পরিবারের পক্ষে অনুদান গ্রহণ করেন আসমা বেগমের স্বামী তানজিরুল ইসলাম।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সামান্য হলেও তাদের দুর্দশা লাঘবে কিছুটা সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।




















