
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”—এই অঙ্গীকারকে সামনে রেখে আজ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫।
অনুষ্ঠানে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম।
তিনি শিক্ষার মানোন্নয়ন, শিশুদের মাঝে মূল্যবোধ ও সৃজনশীলতা জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও অর্থ প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
উপজেলা প্রশাসন সর্বস্তরের সহযোগিতায় একটি মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।