বাংলাদেশ সকাল
শনিবার , ৭ জানুয়ারি ২০২৩ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

নেত্রকোনায় এরশাদ মিয়া হত্যার ৫ আসামী ঢাকা ও মুন্সীগঞ্জ হতে গ্রেফতার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট ॥ র‌্যাব-৭, চট্টগ্রাম নেত্রকোনায় প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র দ্বারা এরশাদ মিয়া হত্যাকান্ডে জড়িত এজাহার নামীয় পাঁচ আসামীকে ঢাকা ও মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

জানা যায়, ঘটনার দিন নিহত ভিকটিম এরশাদ মিয়ার সাথে গ্রেফতারকৃত আসামীদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ ও মামলা চলছিল। গত ২৬ মে ২০২২ ইং তারিখ আনুমানিক ২১৩০ ঘটিকায় এরশাদ মিয়া আদালত থেকে ফিরে বসতবাড়ির উঠানে বেঞ্চে বসে বিশ্রাম করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা দেশীয় তৈরী রামদা, কিরিচ, শাবল, কুড়াল ও লোহার রড নিয়ে সজ্জিত হয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে আসামীরা কিরিচ দ্বারা এরশাদের মাথা লক্ষ্য করে কোপ মারিলে উক্ত কোপ এরশাদের বাম হাত দিয়ে ঠেকালে তার বাম হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায়, পিঠে, ঘাড়ে এবং পায়ে রামদা, লোহার রড ও শাবল ইত্যাদি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে চলে যায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে নেত্রকোনা জেলার মদন উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে নেত্রকোনা জেলার আটপাড়া থানায় ১৯ জন নামীয় এবং অজ্ঞাতমনামা আরও ৪/৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং-২০/১০৯, তারিখ-২৯ মে ২০২২ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৩২০/৩২৪/৩২৬/৩০২/৩০৭/ ১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০।

বর্ণিত মামলাটি রুজু হওয়ার পর থেকে উক্ত মামলার এজাহারনামীয় আসামীরা আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় প্রধান ০৩ আসামী মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর থানাধীন পশ্চিম মুক্তারপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৫ মে ২০২২ইং তারিখ আনুমানিক ১৯৩০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ০১। আঃ মোমেন @সবুজ মিয়া(৬৫), পিতা-মৃত সেকান্দার আলী, সাং-হাতিয়া, থানা- আটপাড়া, জেলা-নেত্রকোনা, ০২। মোঃ রুমান মিয়া(২৪), পিতা-আঃ মোমেন @সবুজ মিয়া, সাং-হাতিয়া, থানা-আটপাড়া, জেলা-নেত্রকোনা, ০৩। মোঃ আরমান মিয়া (১৮), পিতা-আঃ মোমেন @সবুজ মিয়া, সাং-হাতিয়া, থানা- আটপাড়া, জেলা-নেত্রকোনাগণকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত আসামীদের দেয়া তথ্য মতে ০৫ মে ২০২২ইং তারিখ আনুমানিক ২২০০ ঘটিকায় ঢাকা মহানগরীর দক্ষিণখান এলাকা হতে উক্ত হত্যা মামলার আসামী ১। আবুল কাশেম (৫৫), পিতা-মৃত সেকান্দার আলী, সাং-হাতিয়া, থানা-আটপাড়া, জেলা-নেত্রকোনা এবং ২। শফিকুল ইসলাম (৩৭), পিতা-মৃত সেকান্দার আলী, সাং-হাতিয়া, থানা-আটপাড়া, জেলা-নেত্রকোনাদ্বয়কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে, তারা উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত এবং এজাহারনামীয় আসামী।

র‌্যাব-৭, চট্টগ্রাম গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ডাসারে নানা আ‌য়োজ‌নে উদযা‌পিত হ‌য়ে‌ছে মহান বিজয় দিবস

রাতের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় পুলিশের প্রমিলা বাহিনী

সীতাকুন্ড ভাটিয়ারী ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত গুদাম থেকে সরকারী মালামাল উদ্ধার

কালীগঞ্জে পানি নিষ্কাশনের দাবিতে ৫০ পরিবারের মানববন্ধন

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

যশোরে এসএসসি’০২ ব্যাচের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করলেন ওবায়দুল হাসান

যশোরে সাংবাদিক শেখ শাকিল আহমেদের শাশুড়ীর মৃত্যু : বিএমএসএস’র শোক

পাইকগাছায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঈশ্বরদীতে সাংবাদিক লাঞ্চিত ও প্রাণনাশের হুমকী,থানায় অভিযোগ দায়ের