পাইকগাছা (খুলনা) সংবাদদাতা: খুলনার পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগে মনোনীত চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে খুলনা নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তার ব্যবহৃত প্রাইভেট কার ও একটি বিদেশী অস্ত্র জব্দ করা হয়।
আটককৃত আবু জাফর সিদ্দিকী রাজু আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ছিলেন উপজেলার হরিঢালি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান মৃত রফিক উদ্দীন সরদারের ছেলে।
এ ব্যাপারে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ তৈমুর ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে রাজু গোয়েন্দা নজরদারিতে ছিল। সর্বশেষ রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে রাত ৯ টার দিকে ডিবি’র ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি চৌকস টীম তাকে আটক করে।
আটকের পর রাজু-কে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।”ডিবি’র ওসি তৈমুর ইসলাম আরও জানান, “আটকৃত ইউপি চেয়ারম্যান রাজু’র ব্যবহৃত প্রাইভেট কার ও বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে।




















