
মোঃ ফিরোজ আহমেদ পাইকগাছা॥ পাইকগাছায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন শুরু করেছেন দক্ষিণ খুলনার বিশিষ্ট সমাজ সেবক “কাগজী প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট” ও “লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংকের” প্রতিষ্ঠাতা পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের চেয়ারম্যান ও থানা পুলিশিং ফোরামের সেক্রেটারি জনাব কে এম আরিফুজ্জামান (তুহিন) ২৭শে ডিসেম্বর রোজ মঙ্গলবার সকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের দুঃস্থ্য, অসহায়, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে তিনি কম্বল বিতরন করেন। এ সময় ইউপি সদস্য মোঃ রমজান আলী সরদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন ।
পরবর্তীতে বিকেলে লস্কর ইউনিয়নের লস্কর, কড়ুলিয়া, খড়িয়া এবং সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা ও পারশেমারী গ্রামের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেন। এসময় মানবিক চেয়ারম্যানের সাথে ছিলেন ইউপি সদস্য জি এম তাজ উদ্দিন, তেজেন মন্ডল, প্রশান্ত মন্ডল, সেলিম মালী, দিনারুল ইসলাম, সালামুন হোসেন, মাবিউর রহমান কাদের ও বাসুদেব সরকার সহ অনেকে।
উল্লেখ্য তিনি রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুরে ৮০টি এবং লস্কর ইউনিয়নের লস্কর-কড়ুলিয়া ও সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছায় ১৫০টি কম্বলসহ তিনি নিজস্ব উদ্যোগে ২৩০টি কম্বল বিতরণ করেছেন।