তাওহীদুল ইসলাম শুভ, পাথরঘাটা বরগুনা॥বরগুনার পাথরঘাটায় ইট টানা টমটমের নিচে চাপা পড়ে খাদিজা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নারী মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার বিকেল ৩ টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের ঘুদিঘাটা ফেরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
খাদিজা বেগম একই এলাকার মো. হানিফ মিয়ার স্ত্রী।
নিহতের বড় ছেলে মামুন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তার মা কাজের জন্য বাড়ি থেকে ফেরিঘাট এলাকায় যাওয়ার পথে পিছন থেকে একটি ইট টানা টমটম চাপা দিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে তার কাছে গেলে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়। পরে টমটমটি ইটের ভাটা থেকে আটক করা হলেও ড্রাইভারকে পাওয়া যায়নি।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ বরগুনা মর্গে পাঠানো হবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।