
গত ৭ই মার্চ গণমাধ্যমে প্রকাশিত একটি নিউজে ‘গাজীপুরের গাছায় ইফতারের সময় বাড়ি দখলের চেষ্টা, মালামাল লুট’ শিরোনামের যে সংবাদটি প্রকাশিত হয়েছে এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গাজীপুর মহানগরের গাছা থানার উত্তর খালকৈর মোঃ খাইরুল ইসলাম ও মোঃ ওসমান গনি পলাশ মালিকানার পরিমাণ/অংশ ০৮.২৫ (আট দশমিক দুই পাঁচ)। স্থানীয় মাপে ০৫ (পাঁচ) কাঠা। দাতা/দাত্রীগণের নাম বর্তমান ঠিকানা: সাং-উত্তর খাইলকৈর, পোঃ জাতীয় বিশ্ববিদ্যালয়-১৭০৪, থানা- গাছা গাজীপুর মহানগর। দলিলভুক্ত ওই জমির মালিক বর্তমান। আমি এলাকার মানুষ নিয়ে বসার তারিখ থাকলে এখানে আমি উপস্থিত হই, বাড়ির মালিক দাবি করা আবুল বাশার আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।
আমি ওসমান গণি পলাশ আমার বিরুদ্ধে অন্যায়ভাবে হামলা, ভাংচুর লুট ও বাড়ি দখলের চেষ্টার মিথ্যা অভিযোগ করেছেন বলে শুনেছি। আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।