মোঃ মেহেদী হাসান বগুড়া প্রতিনিধি॥ বৃহস্পতিবার বিকেলে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ বগুড়া জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা বৃহস্পতিবার বিকেল পৌণে ৪টার দিকে শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে।
ঢাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেশ নেতা-কর্মীদের ওপর পুলিশের গুলিবর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা এবং আটক দলের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীর মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ সমাবেশ করা হয়েছে।
তবে মিছিলটি শহরের সার্কিট হাউজের দিকে যাওয়ার সময় সদর ফাঁড়ির সামনে পুলিশ সেটি আটকে দেয়। পরে তারা আবার দলীয় কার্যালয়ে ফিরে যায়। এরপর সেখানে সমাবেশ করে।
বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা তৌহিদুল আলম মামুন, যুবদল বগুড়া পৌর কমিটির আহবায়ক আহসান হাবিব ববিন,বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বক্তৃতা করেন।
সমাবেশ বক্তারা অবিলম্বে আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন।