
মোঃ হাচিবুর রহমান, স্টাফ রিপোর্টার : বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের আশা বুখাইনগর শাখা কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আশা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৭ মার্চ) সকাল থেকে বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আশা’র বুখাইনগর অঞ্চলের ব্রাঞ্চ ম্যানেজার আহাদুজ্জামান এর সভাপতিত্বে ও বুখাইনগর শাখার এ্যাসিসটেন্ট ব্রাঞ্চ ম্যানেজার মো: রশিদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম মাস্টার, বিশেষ অতিথি মোঃ জাহাঙ্গীর হোসেন।অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন আশার কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
দিনব্যাপী উপজেলার বুখাইনগর বাজারে আশা’র স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেলথ্ সেন্টার ইনচার্জ ডা. মহিবুল ইসলাম।
প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা শেষে ব্যবস্থাপত্র প্রদান করেন।আশা ঋণদান কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, অন্যান্য সামাজিক কর্মসূচিতে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন আশার ঊর্ধ্বতন কর্মকর্তারা।