মহিবউল্লাহ কিরন, বরগুনা: বরগুনায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন ২০২৫ নিয়োগ উপলক্ষে তদবির দালাল ও প্রতারণা রোধে জেলা পুলিশের পক্ষ থেকে সতর্কীকরণ লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৩ আগস্ট ২০২৫) বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল জেলার সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যক্তিগতভাবে সতর্কীকরণ লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি উপস্থিত জনসাধারণকে জানান, নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।
পুলিশ সুপার আরও বলেন, কোনো প্রকার দালাল বা প্রতারক চক্র প্রভাবিত করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে বরগুনা জেলা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করেন। নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য জেলা পুলিশের অফিসিয়াল চ্যানেল থেকে নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বরগুনা জেলা পুলিশের এ উদ্যোগকে নিয়োগ প্রার্থীদের মধ্যে স্বচ্ছতা ও আস্থার বার্তা পৌঁছে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।




















