ডেস্ক রিপোর্ট॥ আজ বৃহস্পতিবার বাংলাদেশের দক্ষিন-পশ্চিম আকাশে সন্ধ্যা ৬.১৫ টা থেকে ৬.২০ পর্যন্ত দেখতে পাওয়া অদ্ভুত রহস্যময় আলোর দেখা ভারতের বিভিন্ন রাজ্যে ও দেখা মিলে।
হিন্দুসটান টাইমস এর প্রতিবেদনে জানা যায়, প্রায় পাঁচ মিনিটের জন্য কলকাতার আকাশে একটি রহস্যময় আলো আকাশ-দর্শকদের অবাক করে দিয়েছিল কারণ এটির উৎস তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি একটি উল্কা বা একটি উপগ্রহ বা একটি ক্ষেপণাস্ত্রের অংশ কিনা তাও বিশেষজ্ঞরা নিশ্চিত নন। সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে, আলোটি বিকেল ৫.৫০ টা থেকে ৫.৫৫ পর্যন্ত দৃশ্যমান ছিল। কলকাতা ছাড়াও অদ্ভুত আলো বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং ওড়িশার কয়েকটি জেলা থেকেও দেখা গিয়েছিল।
আলোটি চলন্ত অবস্থায় আসতে দেখা গেল এবং এটি একটি স্পটলাইটের মতো ছিল।
বৃহস্পতিবার পারমাণবিক ক্ষমতাসম্পন্ন অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রাতের ট্রায়ালের সঙ্গে এই ঘটনা ঘটে। উড়িষ্যার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে বিকেল ৫.৩০ মিনিটে উৎক্ষেপণ করা হয় এটি।
প্রতিবেদনে বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্রটি একটি তিন-পর্যায়ের সলিড-ফুয়েল ইঞ্জিন ব্যবহার করে এবং অত্যন্ত উচ্চ মাত্রার নির্ভুলতার সাথে ৫০০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত ও চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। তবে দেশের পূর্বাঞ্চলের আকাশে দেখা রহস্যময় আলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকেই ছিল কিনা তা জানা যায়নি।