মোহাম্মদ জুবাইর॥ বন্দরনগরী চট্টগ্রামের বাকলিয়া থানা চৌকস টিম পুলিশ কর্তৃক মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতারসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছেন বাকলিয়া থানা পুলিশ।
আটকৃত মোটরসাইকেল চোরেরা ১।মোঃ আবিদ হোসেন প্রঃ শ্রাবন(১৮) ২। মোঃ সাকিব(২০)৩। মোঃ আবু হানিফ প্রঃ হিরু(২২) ৪। ইমতিয়াজুল আনোয়ার ইরফান(২০)।
বাকলিয়া থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন সময়ে মোটরসাইকেল চুরি করেন সঙ্গবদ্ধ দল আবিদ, শাকিব, হানিফ, ইরফান।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম আমাদের প্রতিবেদক’কে জানান,আসামী মোঃ আবিদ হোসেন গত ৪/৫ বছর পূর্বে সে বাই-সাইকেল চুরি করতেন। সাইকেল চুরির কারণে সে ইতিপূর্বে চট্টগ্রাম শহরের বিভিন্ন থানায় গ্রেফতার হয়। তার বয়স কম হওয়ায় বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হইতে জামিনে বের হয়ে ২০২১ সাল হইতে সে মোটরসাইকেল চালানো সহ মোটর সাইকেল চুরির কৌশল শিখে। ইতিপূর্বে সে চট্টগ্রাম মহানগরী’র বিভিন্ন থানাসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকা হইতে ২৫/৩০ টি মোটর সাইকেল চুরি করেন বলে স্বীকার করে এবং বিভিন্ন সময় বিভিন্ন থানায় চুরির অপরাধে গ্রেফতার করে। পররতীতে সে জামিনে বের হয়ে পুনরায় মোটর সাইকেল চুরি করে বলে স্বীকার করে। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে একাধিক।