বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বারহাট্টায় নির্বাচনী কেন্দ্রের অনুমোদনের জন্য নেত্রকোনায় সহস্রাদিক জনতার বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ

 

বুলবুল আহমেদ, নেত্রকোনা: ৯ অক্টোবর ২০২৫ ইং বৃহস্পতিবার সকালে নেত্রকোনা জেলা শহরে বারহাট্টার ৭ নং রায়পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাওতুল হেরা মহিলা মাদ্রাসা ও আব্দুল মান্নাফ এতিমখানা কে সকল নির্বাচনী কেন্দ্রের দাবিতে ১৭৫৬ ভোটারদের ভোট প্রদানের জন্য জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চরপাড়া এলাকার প্রায় দুই হাজার জনতা বিক্ষোভ মিছিল করেছে ।

বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক তালুকদার, সাবেক মেম্বার রফিকুল ইসলাম রবি, বায়জিদ মিয়া, রতন ফকির, শিক্ষার্থী অপু, সালমান প্রমূখ।

বক্তারা বলেন , রায়পুর ইউনিয়নে ৮ নং ওয়ার্ড চরপাড়া, কামার রূপা, ফকিরের বাজার এই গ্রামের মোট ভোটার সংখ্যা ১৭৫৬ জন, অপরদিকে রায়পুর কান্দাপাড়া একটি গ্রামে ৬০০ ভোটার রয়েছে। দেখা যায়, বিভিন্ন নির্বাচনের সময় রায়পুর কান্দাপাড়া গ্রামের লোকজন জোড় পূর্বক বাধা দেয়, ঝগড়া করে, জাল ভোট প্রদানের সময় বাঁধা দিলে নিরিহ ভোটারদের অপমান করে।

বক্তারা বলেন, আমাদের চরপাড়া এলাকাবাসীর প্রাণের দাবি সকল নির্বাচনী কেন্দ্রের জন্য সাওতুল হেরা মহিলা মাদ্রাসা ও আব্দুল মান্নাফ এতিমখানা কে নির্বাচনী কেন্দ্রের জন্য সরকারিভাবে অনুমোদন দেওয়ার জন্য জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি । আশা করি কর্তৃপক্ষ ১৭৫৬ ভোটারদের স্বাভাবিকভাবে ভোট প্রদানের জন্য সাওতুল হেরা মহিলা মাদ্রাসা ও আব্দুল মান্নাফ এতিমখানা কে ভোট কেন্দ্র হিসেবে স্বীকৃতি ও অনুমতি প্রদান করবেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত