বাংলাদেশ সকাল
বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি বার্তা
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. জাতীয়
  10. ধর্ম ও জীবন বিধান
  11. নির্বাচন
  12. প্রবাস
  13. বিনোদন
  14. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
  15. রাজনীতি

বালিয়াডাঙ্গীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ

মাহাবুব আলম ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চলতি মৌসুমে ৪ হাজার ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, গম, ভূট্টা, শীতকালীন পেঁয়াজ ও মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ, সার সহায়তা প্রদান করা হয়।বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার সহায়তা প্রদানের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন,উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী।

বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সহিদুল ইসলাম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার গুলজার রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহারা বানু, বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েক শতাধিক কৃষক-কৃষাণী, কৃষি অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গীতে মোট ৪ হাজার ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে সরিয়া বীজ ১৬০০ জন,গমের বীজ ২০০০ জন, ভূট্টা বীজ ৬০০ জন,পেঁয়াজের বীজ ৬০ জন,মুগ ডাল বীজ ১৮০ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ