সুনামগঞ্জ প্রতিনিধি॥ বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সুনামগঞ্জে মুক্ত দিবস উপলক্ষে র্যালী ও পুষ্পাঞ্জলঅ অর্পণ করা হয়েছে। পালিত হয়েছে। এতে সুনামগঞ্জ জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সুনামগঞ্জ জেলা ইউনিট কামান্ডের আয়োজনে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্রের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে র্যালীটি সমাপ্ত করা হয়।
পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মো. এহসান শাহ, বীর মুক্তিযোদ্ধা (বীর প্রতীক) ইদ্রিস আলী,পৌরসভার মেয়র নাদের বখত,জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,যুগ্ম সাধারন সম্পাদক হায়দার চৌধুরী লিটন,সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম প্রমুখ।