মহাসিন আলম॥ যশোরের বেনাপোলে ছোটআচড়া অরিন মুদি ষ্টোরে দুর্ধর্ষ চরির ঘটনা ঘটেছে। এক শ্রেণীর দুর্বৃত্তরা দোকানের পিছনের দেয়াল ভেঙে দোকানের ভিতরে প্রবেশ করে মোবাইল ক্যামেরাসহ ল্যাপটপ এবং নগদ দুই লক্ষ টাকার মালামাল চুরি করে মিয়ে যায়।
দোকানদার সকালে দোকান খুলতে না খুলতেই বিষয় টি লক্ষ করেন এবং সেখানে শত শত মানুষের ঢল নামে। এ চুরির সাথে কে কারা জড়িত আছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয় থানায় চুরির ঘটনাটি মামলা প্রক্রিয়াধীন আছে।
এদিকে স্থানীয় থানা পুলিশ ভুক্ত ভোগীদের আশ্বাস দিয়েছেন কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে আমরা অতি দ্রুত খতিয়ে দেখার চেষ্টা করব। মুদি স্টোর এর মালিক মোঃ সিরাজুল ইসলাম কান্নায় ভেঙে পড়েন। তিনি স্থানীয় জনতা সহ পুলিশের কাছে সহযোগিতা চেয়েছেন আমাকে একটু সহযোগিতা করেন কে বা কারাআমারে ক্ষতি করেছে
আপনারা সবাই দ্রুত দেখেন। একমাত্র দোকানটি আমার ইনকামের উৎস। দোকানটির মাধ্যমে আমার সংসারটা পরিচালনা করে থাকি। আমার দোকানটি যদি আমি আর চালাতে না পারি। হলে আমার বাচ্চাদের নিয়ে আমি খুব সমস্যার মধ্যে পড়ে যাব। দোতারাং স্থানীয় গ্রামবাসীর সহ স্থানীয় পুলিশের সদস্যদের কাছে। সহযোগিতা কামনা করেছেন।