বোদা(পঞ্চগড়)প্রতিনিধি॥ আসন্ন পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর শাহজাহান আলম সিরাজের প্রতীক গাজর মার্কার উঠান বৈঠক সাতখামারের পশ্চিম পাড়ায় ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে হাজী মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রার্থীর বড় ভাই সামসুল আলম, ক্বারী আশরাফুল ইসলাম, প্রার্থী শাহজাহান আলম সহ স্থানীয় ব্যক্তিবর্গ। শাহজাহান আলম সিরাজ বলেন, আপনারা গতবার আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন৷ তার জন্য আমি কৃতজ্ঞ। আপনারা জানেন আমি কারো কোনো কার্ড করে দেওয়া বাবদ একটি টাকাও নিইনি। যদি আমি অবৈধ টাকা আয় করতে চাইতাম -তাহলে গত পাঁচ বছরে যত কার্ড করে দিয়েছি প্রতি কার্ড বাবদ যদি চার হাজার টাকা করে যদি নিতাম তাহলে মোট বারো লাখ টাকা আয় করতাম। সেই অবৈধ আয় করলে আজ আপনাদের সামনে দাড়াতে পারতাম না। আমি নির্বাচিত হওয়ার পর আমার এলাকার রাস্তা নির্মাণ/সংস্কার করেছি সাড়ে তিন কোটি টাকার৷ যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন তাহলে এবারও আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদী।