আবু সুফিয়ান পারভেজ॥ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ওয়াজ মাহফিলের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দূর্ঘনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের মানিক কাজি গ্রামে। মৃত ওই যুবক নাগেশ্বরী পৌরসভার ৫ নং ওয়ার্ডের পাখির মোড় এলাকার আবুল কালামের পুত্র রাশেদুল ইসলাম (৩২)।
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম, রাব্বি ও মামুন জানান, মানিক কাজি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া নূরানী ও হাফেজিয়া মাদরাসার উদ্যোগে আগামীকাল সোমবার (৫ ডিসেম্বর ) একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
সেই ওয়াজ মাহফিলের সাউন্ড সিস্টেম ও ডেকোরেশনের কাজ নেয় পার্শ্ববর্তী নাগেশ্বরীর মামুন ডেকোরেটর হাউজ নামের এক প্রতিষ্ঠান। রবিবার (০৪ ডিসেম্বর ) রাত ৮ টার দিকে ওয়াজ মাহফিলের ডেকোরেটিং ও আলোক সজ্জার কাজ করার জন্য বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় গায়ের সাথে বিদ্যুতের তার জরিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় ঐ যুবক।
মামুন ডেকোরেটর হাউজ এর সত্বাধিকারি আল মামুন জানান, নিহত রাশেদুল আমার চাচাত ভাই। বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশতঃ বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।