মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট: জয়পুরহাট পূর্ব বাজারের ছমির রেস্তরাঁয় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ক্যাব জেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম সরদার।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন এবং পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা মোঃ ফেরদৌস হোসেন।
সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য এম এ করিম, ক্যাবের সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান, প্রচার সম্পাদক গোলাম রাব্বানী, দপ্তর সম্পাদক তামিম হোসেন এবং ক্যাব ক্ষেতলাল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক রাশেদ ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেলাল হোসেন, সদস্য সুমির হোসেন, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজার রহমান ও মোঃ জাহিদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত ও ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের পাশাপাশি ক্যাবের সদস্যদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভা শেষে আগামী মাসে উপজেলা পর্যায়ে ধারাবাহিক মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।




















