এনামুল হক ছোটন॥ ময়মনসিংহ জেলা পুলিশের ২০২২ সালের নভেম্বর মাসের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ পিপিএম- বার। এর আগে গত মাসেও তিনি জেলাী শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন।
নভেম্বর মাসে গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত অভিযান ও মামলার আসামি গ্রেফতার, মাদক উদ্ধার ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন সহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিবেচনায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন।
গত রবিবার পুলিশ লাইন্সে জেলা পুলিশ এর মাসিক কল্যাণ সভায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ্ কামাল আকন্দ কে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ জানান, আমাদের দায়িত্ব জনগণের সেবা দেওয়া তবে সেবার মাধ্যমেও ভালো কাজের স্বীকৃতি পেতে ভালোই লাগে এবং উৎসাহ ও উদ্দীপনা বেড়ে যায়। পুরস্কার আশায় কাজ করি না, জনগণের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে চাই এজন্য সকলের সহযোগিতা চাই।
উল্লেখ্য- তিনি ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি থাকাকালীন থেকে বর্তমান কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করার পর থেকে অসংখ্যবার জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কার পেয়েছেন।