এনামুল হক ছোটন॥ ময়মনসিংহ সদর উপজেলা চর ঈশ্বরদিয়া চরাঞ্চলের কৃষকদের আবাদী জমির সেচ পাম্পের মোটর চুরির চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার ও ২১টি সেচ পাম্প উদ্ধার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ।
জানা যায়, অত্র কোতোয়ালী থানাধীন চর ঈশ্বরদিয়া চরাঞ্চলের কৃষকদের আবাদী জমির সেচ পাম্পের মোটর চোরদলের সদস্য দীর্ঘদিন যাবত চুরি করে আসছিল। উক্ত বিষয়ে এলাকাবাসী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দকে জানালে তিনি এলাকাবাসীদের নিয়ে চুরি রোধ কল্পে বিট পুলিশিং সভা করেন এবং স্থানীয় লোকজনদের সহায়তায় কোতোয়ালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে অত্র থানাধীন জয়বাংলা বাজার হতে আসামী ১। সাব্বির (২৬), পিতামৃতঃ সালাম খাঁ, সাং-ভবানীপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং তাকে নিয়ে পুনরায় অভিযান পরিচালনা করে তারাকান্দা থানাধীন খামারের বাজার হতে ২। আজাহারুল ইসলাম (২২), পিতা-আঃ সালাম, সাং-পলাশকান্দা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে। পরে তাদের দেখানো মতে তার নিজস্ব শরীফ এন্টারপ্রাইজ ইলেকট্রনিক্স নামক দোকান হতে চোরাই যাওয়া মালামাল বিভিন্ন কোম্পানীর পুরাতন মোটর ০২টি ০২ ঘোড়া, ১১টি দেড় ঘোড়া, ০৮টি ০১ ঘোড়া সহ মোট ২১টি পুরাতন মোটর যার সর্বমোট মূল্য ১,৩৮,০০০/-(এক লক্ষ আটত্রিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
উল্লেখিত বিষয়ে কোতোয়ালী থানায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-১০১/১২৩৪, তারিখ ২৩/১১/২০২২ খ্রিঃ ধারা-৪৫৭/৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। চোরাই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
চোর চক্র সদস্যরা গ্রেফতার হওয়া ও সেচ পাম্প উদ্ধার হওয়ার এলাকার কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সেচ পাম্প সনাক্ত করতে আসা একজন জানান, আমরা খুবই খুশি, এতদিন খুবই আতংকিত ছিলাম, চোর চক্রকে ধরায় আমরা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ সহ থানা পুলিশকে ধন্যবাদ জানায়।