
এনামুল হক ছোটন॥ বিশ্ববিখ্যাত শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১০৮তম জন্মবার্ষিকী ও ১০৯ তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিল্পাচার্য জয়নুল আবেদীন বিষয়ক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে ময়মনসিংহ সদর উপজেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও সদর উপজেলার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁঞা এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন। এ সময় উপস্থিত ছিলেন সিরতার ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, ভাবখালি ইউপি চেয়ারম্যান সোহেল মিয়া, পরানগঞ্জের ইউপি চেয়ারম্যান আবু হানিফ সরকার, ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী ২২ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।