এনামুল হক ছোটন॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু ময়মনসিংহ মহানগর আওয়ামিলীগ এর সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।
০৪ ডিসেম্বর রবিবার বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্যানেল মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে সিটি কর্পোরেশন এর শাহাবুদ্দিন মিলনায়তনে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র ইকরামুল হক টিটু বলেন, আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দেশ ও দল দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং তিনি আমাকে এই দায়িত্ব প্রদান করায় ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি মনে করি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ফলে কাজের স্পৃহা বহুগুণে বেড়ে গেলো এবং ওয়ার্ডের উন্নয়ন কাজ তরান্বিত করতে পারবো। সবাইকে রাজনৈতিক ক্ষেত্রে সচেতন হতে হবে এবং দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী এর সভাপতিত্বে ও জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব এর সঞ্চালনায় সংবর্ধনা উপলক্ষে অনুভূতি ব্যক্ত করেন প্যানেল মেয়র-০২ মাহবুবুর রহমান ও প্যানেল মেয়র -০৩ সামীমা আক্তার, কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, কাউন্সিলর শীতল,কাউন্সিলর তাজুল আলম, কাউন্সিলর শরীফ, কাউন্সিলর নিয়াজ মোর্শেদ সহ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরগণ সহ মসিক এর ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান ও দীপায়ন দাস শুভ, মসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, সহকারী সচিব আমিনুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মহব্বত আলী সহ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র ইকরামুল হক টিটু কে প্যালেন মেয়র ও কাউন্সিলর সহ সিটি কর্পোরেশন এর কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেলশুভেচছা সহ ফুলের মালা এবং ক্রেস্ট প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মসিক এর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও ফুলেল শুভেচছা প্রদান করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ ও খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার। সংবর্ধনা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।