
নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার এস,বি,কে ইউনিয়নের বজ্রাপুর মৌজায় তরিকুল নামের এক ভূমি দস্যু অবৈধ বালি উত্তোলন কারী কে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন।
মহেশপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জনাব শরীফ শাওন।কোটচাঁদপুর উপজেলার বলুহর বাওড় সংলগ্ন ও মহেশপুর উপজেলার কাকিলাদাড়ী নামক জায়গা থেকে প্রতি বছর মহেশপুরের জুগীহুদো গ্রামের জালাল উদ্দিন এর মেজো ছেলে তরিকুল ইসলাম (৪৫) বাওড়ের কিনার থেকে প্রায়শই চুরি করে বালি উত্তলোন করে বিক্রি করেন। তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে পুনরায় বালি উত্তোলন শুরু করলে আজ ১৬/১১/২০২২ ইংরেজি তরিখে দুপুর টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিয়ে যে জায়গায় বালি উত্তোলন করা হয় তার পাশের জমির মালিক বহুবার নিষেধ করা সত্বেও বেপোয়ারা ভাবে কোন আইনের তোয়াক্কা না করে হাজার হাজার গাড়ী বালি উত্তোলন করে বিক্রি করতে থাকেন।
সরিজমিনে গিয়ে সাংবাদিকরা দেখতে পায় এবং তাৎক্ষণিকভাবে মহেশপুর উপজেলার এসিল্যান্ড শরীফ শাওনকে জানালে তিনি এস.বি কে ইউনিয়নের নায়েব জনাব আরিফ কে নির্দেশ দিলে তিনি এসে বালি উত্তোলন বন্ধ করেন। পরবর্তীতে জনাব শরীফ শাওন এসে বিষয়টি পর্যালোচলা করে ২০১০ সালের বালু সংরক্ষণ আইনে ১৫/১ ধারা মতে তরিকুলের বালি বাজেয়াপ্ত সহ ১ লক্ষ টাকা জরিমানা করেন। ঘটনার সময় তরিকুল উপস্থিত না থাকায় তার ভাই আরিফুল কে ঘটনাস্থল থেকে মহেশপুর থানার এস,আই রেজাউল ইসলামের জিম্মায় দেওয়া হয়।
এ ব্যাপারে মহেশপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জনাব শরীফ শাওন বলেন,ভূমি সংশ্লিষ্ট আইন বিরোধী কর্মকান্ডে জড়িত যে ব্যাক্তিই হোক না কেন তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে।