শাকিল হাসান জামালপুর॥ জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় নিজের মুক্তিযোদ্ধার ভাতার টাকা প্রদান করেছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী। শনিবার সকালে এ উপলক্ষ্যে বকশীগঞ্জ উপজেলা সরকারি গণগ্রন্থগার হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সিরাজুল ইসলাম। এছাড়াও বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক, সহকারী কমিশনার (ভ‚মি) মো: আতাউর রাব্বী, জেলা পরিষদের সদস্য মো: জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।
পরে ২৮ জন অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন অতিথিরা।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী প্রত্যেক মাসে তার মুক্তিযোদ্ধা ভাতার পুরো অর্থ তিনি অসহায় হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।