কলকাতা থেকে মনোয়ার ইমাম॥ আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি থানার পুলিশ দশজন গাঁজা কারবারি কে গ্রেপ্তার করে। এবং এদের হেফাজত থেকে প্রায় ১০৮,কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যা ভারতীয় টাকায় কয়েক লক্ষ।
এই দশজন আন্তর্জাতিক গাঁজা কারবারির মধ্যে ৫ জন মহিলা, বাকি দুই জন সাবালক ও বাবা ও দাদা রয়েছে। এরা সকলে পরিবারের গাঁজা কারবারের সাথে যুক্ত ছিলেন। এদিন সাগরদীঘি থানার কাছে খবর আসে যে বেলডাঙা থানার অন্তর্গত বিভিন্ন যায়গায় থেকে গাঁজা নিয়ে এবং মোট ৮০টি, প্যাকেট করে মোট চার বস্তায় ভর্তি করে নদিয়া জেলার বাসিন্দা কালিয়াগঞ্জ হয়ে মুর্শিদাবাদ জেলার একটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে গাঁজা পাচার করতে যাচ্ছে। ঠিক সেই সময় ৩৪ নাম্বার, জাতীয় সড়কের পাশে অপেক্ষা করছিল সাগরদীঘি থানার পুলিশ। একটি পুকুর পাড়ে কাছে আসা মাত্র তাদের ঘিরে ফেলে মুর্শিদাবাদ জেলা পুলিশের সাগরদীঘি থানার পুলিশ এবং পালাবার আগে তাদেরকে গ্রেপ্তার করে। এবং তাদের কাছ থেকে ১০৮ কেজি তাজা গাঁজা উদ্ধার করে পুলিশ। ধৃত ব্যক্তিদের মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হবে বলে জানান মুর্শিদাবাদ জেলার পুলিশ।