
মেহেরপুর অফিস॥ মেহেরপুর অনলাইন জুয়ার দুর্গ হিসেবে স্থান পেয়েছে গাঁড়াডোব। যে গ্রামটিতে প্রায় অর্ধ শতাধিক যুবক অনলাইন জোয়ার সাথে জড়িত থেকে কোটি কোটি টাকা মালিক বনে গেছেন।
গত বুধবার রাতে গাঁড়াডোব গ্রামে অভিযান চালিয়ে রাসেল ও রকিবুজ্জামান দুই অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ডকে গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গয়েন্দা পুলিশ।
তাদের স্বীকারোক্তিতে এমন তথ্য উঠে এসেছে।গ্রেফতার কৃত রাসেল ও রকিবুজ্জামান গাংনী থেকে আটক অনলাইন জুয়ার আরেক মাষ্টার মাইন্ড সাবেক ছাত্রলীগ নেতা শহিদুজ্জামান শিপু বিরুদ্ধে করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, মেহেরপুর জেলার এক শ্রেণীর অসাধু ব্যাক্তি অনলাইন জুয়ার ওয়ান এক্স বেট মেলবেট সহ অনলাইন জুয়া পরিচালনা করে বিকাশ, নগদ,রকেটের সেলস রিপ্রেজেনটেটিভ দেয়। তাদের যোগসাজশে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যাতিত, অবৈধ ট্রান্জেকশন করে আসছে।
গত ১৩ ফেব্রুয়ারী গাংনী থেকে সাবেক ছাত্রলীগ নেতা শিপু সহ ৬ জনকে আটক করার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে শিপুর অন্যতম এজেন্ট হিসেবে গাঁড়াডোব গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে রাসেল(২৭) ও জমিরুলের ছেলে রকিবুজ্জামাকে প্রমানসহ গ্রেফতার করে।
তাদের কাছ থেকে ৬ টি মোবাইল ফোন এবং ১ ল্যাপটপ ও বেশ কয়েকটি সিম উদ্ধার করা হয়।
রাসেল পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানায়, সাবেক ছাত্রলীগ নেতা শিপুর সহযোগী এজেন্ট এবং পার্টনার হিসেবে কাজ করে সে। বর্তমানে অনলাইন জুয়ার জনপ্রিয় সাইড ওয়ান এক্স বেট ও মেলবেটে পুলিশের নজরদারি বেড়ে যাওয়ায় শিপুর সহযোগিতায় ওয়ানবেটপ্রো নামের নতুন একটি সাইড কার্যক্রম করে আসছিল।
গ্রেফতারকৃত রাসেল আরো জানায়, নগদ, বিকাশে মাসে ৩০-৪০ লক্ষ টাকা লেনদেন স্বাভাবিক হওয়ায় তারা প্রকাশ্য ওয়ানবেট প্রোওয়েব সাইট পরিচালনা করে আসছিল এবং গাংনী এলাকায় যতগুলো অনলাইন জুয়ার পরিচালনা হয় তার মূল পরিচালনাকারী শহিদুজ্জামান শিপু তার মতে আরো যারা শিপুর এজেন্ট হিসেবে কাজ করে তাদের নাম ও পরিচয় স্বীকারোক্তিতে উল্লেখ করেছে রাসেল।
তারা হলেন গাঁড়াডোব গ্রামের আনারুলের ছেলে হারুন, আমিরের ছেলে দোস্ত মোহাম্মদ দুদু, একই গ্রামের নওশাদ, হাসেমের ছেলে রাজন, রাজ্জাকের ছেলে সাজু, ময়নালের ছেলে তুলিপ, মনুর ছেলে তামিম, বাবলুর ছেলে নাসিরুল, হালিমের ছেলে রিপন, একই গ্রামের ফয়সাল, রবিউলের ছেলে তাহারুল।
ডিবির ওসি সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, মেহেরপুর পুলিশ সুপার স্যারের নির্দেশ মেহেরপুরকে অনলাইন জুয়া মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে এবং বাকিদের গ্রেফতার অভিযান চলবে।এদিকে মেহেরপুর অনলাইন জুয়ার দুর্গে হানা দিয়ে পুলিশ প্রায় অর্ধ শত অনলাইন জুয়ার এজেন্টকে আটক করেছে।