স্বপন আলী, মেহেরপুর॥ মেহেরপুর জেলা প্রশাসনে ৩ জন সহকারী কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। সদ্য যোগদানকৃত ৩ সহকারী কমিশনার গণ হলেন- মোঃ আবীর হোসেন (১৯২০২), মোঃসাজেদুল ইসলাম (১৯২০৫) এবং সুমাইয়া জাহান ঝুরকা (১৯২৫৩)।
শুক্রবার ৩ জন সহকারী কমিশনার মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের কাছে তাদের নিয়োগ পত্র জমা দেন। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান নবাগত ৩ জন সহকারীকমিশনারকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন। পরে কমিশনারগন মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সাথে পুষ্প মাল্য অর্পণের সময় নবাগত ৩ জন সহকারী কমিশনার ছাড়াও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, নেজারত ডেপুটি কালেক্টর গোলাম রাব্বানী, সহকারী কমিশনার রিফাত জাহান, আসাদুজ্জামান নূর প্রমুখে উপস্থিত ছিলেন।