রিফাত আরেফিন : যশোর সদরের ৪ নং নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন (৪৫) ও আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। তাদেরকে একটি নাশকতা সৃষ্টির মামলার আসামি করে চালান দেওয়া হয়েছে। আটক তুহিন সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
আটক অন্যরা হচ্ছে বেনাপোল পোর্ট থানার বারোপোতা কদমতলার মৃত আলাউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৪০) এবং শার্শা উপজেলার বাগআচঁড়া গ্রামের মৃত একাব্বর মন্ডল ওরফে ইয়াকুব্বর মন্ডলের ছেলে খায়রুল আলম (৪৫)।
পুলিশ জানিয়েছে ১৮ নভেম্বর বিকেলে আওয়ামী লীগের নামধারী সন্ত্রাসীরা যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা নামকস্থানে নাশকাত সৃষ্টি করে। তারা বোমবাজি করে সাধারণা মানুষের চলাচালে বাঁধা দেয়। এই ঘটনায় থানায় মামলা হয়। এই মামলার সন্দিগ্ধ আসামি তুহিনকে বৃহস্পতিবার রাতে তালবাড়িয়া বাজার থেকে আটক করা হয়েছে। এছাড়া বাকি দুই আসামিকে শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে আটক করা হয়েছে।