
যশোর প্রতিনিধি॥ যশোর-চৌগাছা সড়কে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৪টায় যশোর-চৌগাছা সড়কে চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন দুজন।
নিহতরা হলেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলাম সুমি ও সদর উপজেলার কমলাপুর গ্রামের জোহরা বেগম এবং ভ্যান চালক মাছুম।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।