যশোর প্রতিনিধি॥ যশোরের ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, যশোর জেলা শাখার উদ্যোগে সংগঠনের আহ্বায়ক রনজিত বাওয়ালীর নেতৃত্বে আসন্ন মাঘীপূর্ণীমার আগে বিল কপালিয়ায় টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) প্রকল্প বাস্তবায়ন ও ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, যশোর জেলা শাখার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, যশোর জেলা শাখার সদস্য সচিব চৈতন্য কুমার পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভবদহ এলাকায় জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটি দীর্ঘদিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করছে।