এনামুল হক ছোটন॥ ময়মনসিংহ নগরীর যানজট নিরসন সহ বিভিন্ন অপরাধ দমনে অটোচালকদের ভূমিকা সম্পর্কে সচেতনতা মূলক মতবিনিময় সভা করেন কোতোয়ালি মডেল থানা পুলিশ। ০৬ নভেম্বর সকালে
তারেক স্মৃতিঅডিটরিয়াম এর সামনে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা ও অটোচালক সমিতির নেতৃবৃন্দের উদ্যোগে নগরীর অটো চালকদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুল ইসলাম ফকির । এ সময় সচেতনতা বিষয়ক দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার)। ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা দিকনির্দেশনা অনুযায়ী গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নের লক্ষ্যে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় যানজট নিরসনের লক্ষ্য আপনারা যত্রতত্র রাস্তাঘাটে অটো থামিয়ে যাত্রী না তুলা ও যানজট সৃষ্টি না করা এবং অজ্ঞাত স্থানে বখাটেদের কবল থেকে যাত্রীদের রক্ষা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনাদের হাতে । পাশাপাশি সিটি কর্পোরেশন এর নিয়ম মেনে গাড়ি রং ও তারিখ অনুযায়ী গাড়ি চালাবেন।
এ সময় উপস্থিত ছিলেন ২ নং ফাড়ির ইনচার্জ মাহবুবুর রহমান, সিটি কর্পোরেশন এর কর্মকর্তা ও অটোচালক সমিতির নেতৃবৃন্দ সহ প্রমুখ।