
মো: আওরঙ্গজেব হোসেন রাব্বী, রাণীনগর (নওগাঁ)॥ নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের আরো এক সক্রিয় সদস্য নাইম শাহানা (৩০)কে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে চুরি যাওয়া ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে নওগাঁ সদর থানার আরজি নওগাঁ মুন্না পাড়া তার নানা শ্বশুরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাইম শাহানা নওগাঁ সদর থানার শৈলগাছি ইউনিয়নের গুমারদহ গ্রামের সাহাদত শাহানার ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার বাহাদুরপুর গ্রামের তাছের আলী সরদারের ছেলে হাসিবুল হাসানের হাসপাতাল মোড় এলাকায় সুফিয়া মার্কেটে অবস্থিত মোবাইলের দোকানের তালা খুলে কেচি গেট ও সাটারের তালা কেটে গত সেপ্টেম্বর মাসের ১৫তারিখে চুরি হয়। এসময় চোরেরা বিভিন্ন ব্রান্ডের ৪৭টি মোবাইল চুরি করে নিয়ে যায়। পরের দিন হাসিবুল হাসান বাদী হয়ে রাণীনগর থানায় দোকান চুরির একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ জেলার বিভিন্ন উপজেলায় গোপনে অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের ৫ জন সক্রিয় সদস্যদের গ্রেফতার ও চুরি করা মালামাল উদ্ধার করে চলতি মাসের ১১ই নভেম্বর শুক্রবার বিকেলে ৭দিনের রিমান্ড আবেদন পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন। রিমান্ডে আসামীদের দেওয়া তথ্য মোতাবেক অভিযান চালিয়ে নাইম শাহানা নামের আরো এক আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্যকে শুক্রবার রাতে নওগাঁ সদর থানার আরজি নওগাঁ মুন্না পাড়া তার নানা শ্বশুরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিজ হেফাজতে থাকা চুরি যাওয়া ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।