রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগরে এবার মাঠ থেকে একরাতে কৃষকের চারটি শ্যালোমেশিন চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার গিরিগ্রামের দক্ষিন-পশ্চিম মাঠ থেকে শ্যালোমেশিনগুলো চুরি হয়।
এর আগে শুক্রবার রাতে একই এলাকার সলিয়া দক্ষিন মাঠ থেকে একটি গভীর নলকূপ থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে যায়।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গিরি গ্রামের আরিফ হোসেন বলেন, মাঠে ধানের জমিতে এবং আলু-সরিষার জমিতে পানি সেচ দিতে মাঠে ডিজেল চালিত শ্যালোমেশিন স্থাপন করা হয়েছে। প্রতিদিনের ন্যায় পানি সেচ দিয়ে বাড়ীতে আসেন কৃষকরা। রোববারার সকালে মাঠে গিয়ে দেখতে পান শ্যালোমেশিন চোরেরা চুরি করে নিয়ে গেছে।
আরিফ হোসেন বলেন, এর মধ্যে তার নিজের একটি এবং ওই গ্রামের মকবুল হোসেনের একটি, দবির উদ্দীনের একটি ও মামুন সোনারের একটি করে মোট চারটি শ্যালোমেশিন চুরি হয়ে গেছে।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, শ্যালোমেশিন উদ্ধারসহ চোর চক্রকে ধরার চেষ্টা চলছে।