রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে ও রোববার দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,শনিবার দিনগত রাতে উপজেলার আতাইকুলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের অহির খাঁ ওরফে ঘাটুর ছেলে মিলন খাঁ (৪২) ও ইদ্রিস খাঁ (৫০) কে গ্রেপ্তার করা হয়। গত ২০১০ইং সালের একটি মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলায় চলতি মাসের ৫তারিখে আদালত ইদ্রিস আলীকে এক বছর ও মিলন খাঁ কে চার মাসের সাজা প্রদান করেন। সাজার পর থেকে তারা পলাতক ছিল। অপর দিকে আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামী বাবু আলী(৪৫)কে রোববার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। বাবু উপজেলার ধোপাপাড়া গ্রামের লছির আলীর ছেলে।