রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগরে রকি সাকারী (২০) নামে এক মাদক সেবি যুবককে ৮মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান এই কারাদন্ড প্রদান করেন। দন্ডিত রকি উপজেলার ত্রিমোহনী গ্রামের রঞ্জীত সাকারির ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শনিবার সন্ধ্যায় ত্রিমোহনী বাজারে উপজেলা সহকারী কমিশনার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
এসময় রকিকে মাদক সেবনের দায়ে ৮মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডিত রকিকে শনিবার রাতেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।