
মোঃ আশরাফুজজামান : গ্রাহক সন্তুষ্টি ও ব্যাংকিং সেবা গ্রাহকে দোরগোড়ায় পৌঁছে দিতে রুপালী ব্যাংক পিএলসি জয়নগর শাখার নতুন ভবনে কার্যক্রমের শুভ উদ্বোধন আজ ১৭/১১/২০২৪ইং রোববার সকাল ১১ টার সময় খন্দকার মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।
উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার গোপালগঞ্জ মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমান মিয়া, মহা ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাকসুদুর রহমান উপ মহাব্যবস্থাপক বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর।
এ সময় আরো উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপি’র সাধারণ মোস্তফা মোল্লা, জয়নগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বৌদিউজ্জামান বাদশা, রিপন চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রুপালি ব্যাংক জয়নগর শাখার সুনাম ফ্রিরিয়ে আনতে এবং ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকলে এবং সহযোগিতা করলে অদূর ভবিষ্যতে গ্রাহক সেবায় ব্যাংকিং খাতে রুপালি ব্যাংক জয়নগর শাখা ব্যাংকিং সেবায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারব।