এনামুল হক ছোটন॥ আসন্ন শীতকালে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা এলাকায় মাদক, জুয়া, চুরি,ডাকাতি সহ বিভিন্ন অপরাধ দমনে গ্রাম পুলিশের সাথে মতবিনিময় সভা করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ।
১৪ নভেম্বর (সোমবার) দুপুরে থানা চত্বরে প্যারেড শেষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অপরাধ দমনের পাশাপাশি সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত অপরাধীদের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানিয়ে ওসি শাহ্ কামাল আকন্দ।
মতবিনিময় সভায় গ্রাম পুলিশদের উদ্দেশ্যে ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, অপরাধীরা শীতকালকে টার্গেট করে থাকে এবং বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনা করার জন্য। তাই শীতকালীন সময়ে অপরাধ নিয়ন্ত্রণে পাশাপাশি মাদক, চুরি ছিনতাই সহ মাদক বিক্রেতা, সেবনকারী ও ওয়ারেন্টভূক্ত আসামিদের জরুরিভাবে গ্রেফতার করতে হবে। এজন্য গ্রাম পুলিশ সহ সবার সহযোগিতা প্রয়োজন। গ্রাম পুলিশের নিজ এলাকা অপরাধ ও কার্যক্রম সম্পর্কে ধারণা রয়েছে। তাই তাদের সহযোগিতায় অপরাধ নিয়ন্ত্রণে ও দমন সহজ হবে। শীতকালে চুরি বেড়ে যায়, তাই দিনে ও রাতে গ্রামে পাহারা দিতে হবে। সমগ্র ইউনিয়ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলকে দায়িত্ব পালন করবে। সপ্তাহে অন্তত দুই দিন ও দুই রাত মহল্লাদারের কার্যক্রম আকস্মিকভাবে পরির্দশন করবে এবং মহল্লাদারকে তার কর্তব্য পালন সম্পর্কে সজাগ করবে। জনগণের জান মাল নিরাপত্তা রক্ষায় বা কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ও থানার ওসিকে তা অবহিত করবেন। পাশাপাশি এসময় তিনি অপরাধ নিয়ন্ত্রণে গ্রাম পুলিশ কে দায়িত্ব পালনে প্রশংসনীয় ভূমিকা পালনকারীদের পুরস্কৃত করার ঘোষণা দেন।