শীতের দিনে
আফরোজা আক্তার ঋতু
শীতের দিনে মিষ্টি হাওয়া
ঠাণ্ডা বাতাস বাইরে,
শীতের দিনে রসের পিঠায়
মনটা ছুটে যায়রে।
শীতের শুরু হলেই সবার
পিঠা খাওয়ার ধুম,
ভোর বেলার সেই মজা করে
মিষ্টি মৌ মৌ ঘুম।
সবার স্মৃতি একটু কথা
মনে পড়ে শীতে,
ইচ্ছে করে নতুন ঋতু
বরণ করে নিতে।




















