বয়ে যাওয়া সেই দিনগুলো
ছিল বুঝি সব এলোমেলো।
কেউ খোজেনি কোনো কারণ
ছিলনা কিছুতে বারণ।
যা ভেবেছি তা করেছি
ঘুমের মাঝেও সুখ পেয়েছি।
মনটা ছিল প্রজাপতি
শত বেদনায় ছিলনা ক্লান্তি।
মিশে ছিল হৃদয় বাতাসের সাথে
কান পাতিনি কটুকথাতে।
বুঝিনি তখন পেটের ক্ষুধা
সয়ে গেছি সকলের হাজারো নিন্দা।
ভাবনা ছিল খেলার সাথী
চলে গেছে দিন আনন্দে মাতি।
না পাওয়া দুঃখ বোঝেনি মন
পাখির মত উড়েছি সারাক্ষণ।
মনে হয়েছিল চারিদিক মনোরম
আসলে তো জীবন অন্যরকম।