নিজস্ব প্রতিবেদক: চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত একাধিক গণমাধ্যম এবং সাতক্ষীরার আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যমের সদস্য ও মালিকদের সমন্বয়ে গঠিত এ প্রতিষ্ঠান আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
সংগঠনের উদ্যোক্তারা জানিয়েছেন, তথ্যপ্রবাহের গতি বাড়ানো, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং গণমানুষের কথা তুলে ধরার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে সমন্বিতভাবে এ মিডিয়া হাউজ পরিচালিত হবে।
প্রতিষ্ঠার শুরুতেই সাতক্ষীরা মিডিয়া হাউজ নানা সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম হাতে নেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে স্থানীয় সংবাদ সংগ্রহ ও প্রচার, সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা, গণমাধ্যম সংশ্লিষ্ট সচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় সমস্যাগুলো তুলে ধরতে বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ।
উদ্যোক্তারা আশা করছেন, এই প্ল্যাটফর্মটি সাতক্ষীরার সাংবাদিকতা ও গণমাধ্যম খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।




















