
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্রণী ব্যাংক শাখার উদ্যোগে কৃষি ঋণ,সখেলাপী ঋণ আদায় ও আমানত সংগ্রহ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ২টায় অগ্রণী ব্যাংক সীতাকুণ্ড শাখার ম্যানেজার মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সার্কেলের শামিম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর অঞ্চলের প্রধান উপ-ব্যবস্হাপক অজয় কুমার চৌধুরী, আর আর জুট মিলের ম্যানেজার মোঃনুরুন্নবী, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ উদ দৌলা ছুট্টু, আবুল হোসাইন কানু, মেজবাহ উদ্দিন চৌধুরী, জাহেদ হোসেন চৌধুরী ফারুকসহ প্রমূখ।
প্রধান অতিথি শামিম উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, অগ্রণী ব্যাংক নিম্নবিত্ত কৃষক, প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি উত্তম ব্যাংক।দেশের মধ্যে একমাত্র ব্যাংক প্রান্তিক গ্রামের মানুষের জীবণমান ও অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।তাছাড়া এই ব্যাংক সকলের জন্য এবং অতি গুরুত্বপূর্ণ একটি আধুনিক ব্যাংক।তিনি উপস্হিত ব্যাংকের গ্রাহকদের কাছে আহ্বান জানান অগ্রণী ব্যাংকের মাধ্যমে বৈদেশিক রেমিট্যান্স পাঠালে আড়াই পারসেন্ট বোনাস দেয়া হয়। এমনকি বিভিন্ন সময়ে আড়াই পারসেন্টের উপরেও বোনাস দেয়।আমাদের এ ব্যাংক এখন থেকে ঠিকাদাররা যে টেন্ডারের পে-অর্ডার দেয় সেটা আমরা লোনের মাধ্যমে পরিশোধ করি এবং বিভিন্ন পে-অর্ডারও এখান থেকে করা যাবে।অগ্রণী ব্যাংক সকল শ্রেণীর গ্রাহকদের আস্হা অর্জনে সক্ষম হয়েছে।