
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি॥ চট্টগ্রামের সীতাকুণ্ডের ইউএনও, এসিল্যান্ড ও জেলা পরিষদের সদস্যকে প্রেসক্লাবের সদস্যদের সাথে এক মতবিনিময় ও অভিনন্দন জ্ঞাপন সভা অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর পরিচালনায় সভায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ইউএনও মোঃ শাহাদাত হোসেন, ভূমি সেবায় অবদান রাখায় এসিল্যান্ড মোঃ আশরাফুল আলম ও চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ায় এবং অত্র উপজেলায় ২০ কোটি টাকার বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করায় আ ম ম দিলশাদকে প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও সম্মাননা ক্রেস তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি যথাক্রমে সৈয়দ ফোরকান আবু, এম হেদায়েত, এম সেকান্দর, প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম,সাবেক সেক্রেটারী, মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সহ অন্যান্য সাংবাদিক প্রমূখ।