সীতাকুন্ড প্রতিনিধি॥ চট্টগ্রামের সীতাকুন্ডে অন্তঃকোন্দলে ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মোঃ ইউছুফ (২৮) নামে এক যুবক খুন হয়েছে, সে সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রমের মোঃ মদিনউল্যার ছেলে।
সূত্রে জানা যায়,নিহত ইউছুফ তার কয়েকজন সহপাটিদের কে নিয়ে আজ রবিবার রাত ৯ বটতল পেট্রোলপাম্পের সংলগ্ন এলাকায় একটি হোটেলে অবস্হান করছিল। খাওয়া দাওয়া শেষে রাত সাড়ে ৯ টায় তারা নিজেদের মধ্যে বাক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে মারামারি, এতে ধারালো অস্ত্রের আঘাতে ইউছুফ নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়েছে।এলাকার পরিস্হিতি থমথমে।তবে নাম প্রকাশে বেশ কয়েকজন ব্যবসায়ী জানায়,সে বটতল,পন্হিছিলা এলাকায় নানান অপরাধে জড়িত ছিল।
আওয়ামীলীগ নেতা শাহআলম হত্যার চার্জসীটভূক্ত আসামী সহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে হাফ ডজন মামলা রয়েছে।তাদের নিজেদের মধ্যেই অন্তঃকোন্দলের ফসল হিসেবে খুন হন।
সীতাকুন্ড থানার ওসি বলেন,খুনের রহস্য তারা বের করতে তদন্ত শুরু হয়েছে,আজ কালের মধ্যেই সঠিক তথ্য জানা যাবে।