কাইয়ুম চৌধুরী, সীতাকুন্ড প্রতিনিধি॥ চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সীতাকুন্ড এলাকা থেকে ৪১লাখ ৪৯হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড় এলাকায় গোয়েন্দা পুলিশ একটি মিনি কাভার্ডভ্যান তল্লাশী করে শাড়িগুলো জব্দ করা হয়। চোরাই পথে আসা ভারতীয় শাড়ি জব্দের ঘটনায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের এস আই মো. গোলাম রাসেল পারভেজ বাদী হয়ে সীতাকুন্ড মডেল থানায় মামলা দায়ের করেন। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি, আটকের চেষ্ঠা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও থানায় দায়েকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, সাদা রঙের মিনি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো অ-১২-২২৪০) করে কথিপয় ব্যক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে চোরা চালানের মাধ্য ভারতীয় শাড়ি আনছে চট্টগ্রামে। ফেনী জেলার সীমান্ত এলাকা থেকে চট্টগ্রাম অভিমুখে আসছিলো ওই মিনি কাভার্ডভ্যানটি।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে চোরা চালানের মাধ্যমে ভারতীয় শাড়ি আনছে খবর পায়। পরে অভিযানে নামেন চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। সীতাকুন্ড বায়েজীদ বোস্তামী লিংক রোড় থেকে ভারতীয় শাড়িসহ একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়। এ সময় গোয়েন্দা পুলিশের অবস্থান টের পেয়ে কাভার্ডভ্যান চালক জঙ্গলসলিমপুর ১নং গেইট এলাকায় গাড়ীটি ফেলে রেখে চলে যায়। গোয়েন্দা পুলিশ গাড়িটি আটকের পর তল্লাসী চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ১ হাজার ৫৩১পিচ শাড়ি ও ২৭৯ পিচ লেহেঙ্গা জব্দ করে। জব্দকৃত শাড়ি ও লেহেঙ্গার মূল্য ৪১ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, সীতাকুন্ড ফৌজদারহাট এলাকা থেকে ৪১ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শাড়ি জব্দের ঘটনায় মামলা রেকর্ড হয়েছে। তিনি জানান মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।জড়িতদের আটকের চেষ্টা চলছে।