
ঈদগাঁও কক্সবাজার প্রতিনিধি॥ ঈদগাঁও বাজারের স্বর্ণপট্টির এক শতক জমির মালিকানা নিয়ে উত্তেজনা। পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করেছেন বাজারের ব্যবসায়ীরা।বিরোধীয় জমির ব্যাপারে আদালতে ১৪৪ ধারা জারিও রয়েছে।
জানা যায়, ঈদগাঁওর স্বর্নপট্টির এক শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ইসলামাবাদ সাবেক মেম্বার রশিদ আহমদ জানান, বিরোধীয় জমির মালিক তিনি। ঐ জমিতে তার ভাড়া দেয়া স্বর্ণের দোকানও রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা এসে দোকানে তালা মেরে দেয়। সাবেক মেম্বার রশিদ আহমদ বলেন,ভুল খতিয়ান সৃজন করে আমার মার্কেট দখলে নেয়ার জন্য দোকান গুলোতে তান্ডবলীলা চালানো হয়েছে। খতিয়ান সংশোধন জন্য আমরা আদালতে মিস মামলা করেছি। ভবেশ আচার্য্যের মতে, ভুল বিএসের সুযোগ নিয়ে জায়গা দখলের পায়তারা করছে প্রতিপক্ষ।
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোর মতে,জমি মালিকানা নিয়ে কোন সমস্যা থাকলে আমরা উভয় পক্ষ নিয়ে বসে সমাধানের চেষ্টা করব। সংগঠিত ঘটনায় দুপুরে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ কার্যালয় ও রাতে ঈদগাঁও থানায় পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির জানান, অভিযোগের বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছি।
মৃণাল কান্তি আচার্য জানান, জমিটি তাদের খতিয়ানী জায়গা। যা প্রায় দুই বছর অবৈধভাবে দখলে রেখেছিল প্রতিপক্ষরা। বিরোধীয় জমির ব্যাপারে আদালতের ১৪৪ ধারা জারি রয়েছে। কোর্ট স্মারক নং ৩৮০৭/২০২২। যার মৌজা ঈদগাঁও, থানা ঈদগাঁও,জেলা কক্সবাজার। আর এস ১৩৬ নং খতিয়ানের আরএস ৬৯৩৬ দাগের তৎ আন্দর ১ম পক্ষগণের পূর্ববতীর বরাবরে বন্দোবস্তী প্রদত্ত দাগ নং ৬৯৩৬ দাগে.০৯ একর মোতাবেক এমআর খতিয়ান নং ১৭৫,দাগ নং ৬৯৩৬/ ১৮৫৪২ জমির পরিমান. ০১ একর মোতাবেক সৃজিত বিএস ৫১৭৮নং খতিয়ানের সৃজিত বিএস দাগ ৭৭৭০ দাগের সম্পূর্ণ. ০১ একর দোকান শ্রেনী জমি বিরোধীয়। মিটন কান্তি আচায্য জানান, সংগঠিত ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
ঈদগাঁও থানার এএসআই ইব্রাহিম মিয়া আদালতের নির্দেশ মোতাবেক মালিশি জমিতে উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখাসহ দাঙ্গা হাঙ্গামা এড়িয়ে চলার নির্দেশনা প্রদান করেছেন।