স্বপন আলী, মেহেরপুর॥ হিজড়া সম্প্রদায়ের পূর্ব শত্রুতা জের ধরে মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর থেকে সন্ধ্যা ও রুবিনা নামের দুই হিজরাকে অপহরণ করে অমানবিক নির্যাতন করে। গতকাল তাদের অচেতন অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সন্ধা এবং রুবিনা অভিযোগ করেন রেখা, সোহাগী, নপুর, ঝুমকা, পিয়াংকা এই গ্যাং মিলে আমাদেরকে ব্যাপক ভাবে হাতুড়ি পেটা করে আমাদের কাছ থেকে নগত ২৬ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার গহনা ছিনিয়ে নিয়েছে।
গত রবিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে তাদের অপহরনের ঘটনা ঘটে। এ ঘটনাই মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার সকালের দিকে মেহেরপুর গোহাট পাড়ার বাসিন্দা হিজড়া সুরভী, সন্ধ্যা ও রুবিনা মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে নিজেদের কাজে রওনা দেন। সুরভী, সন্ধ্যা ও রুবিনা শ্যামপুর গ্রামের ছেলে নাচানোর কাজ শুরু করার পরপরই রেখা, সোহাগী, শিমরান, সুবর্ণা, লতা, শিপন সহ ১০-১২ জনের অপর একটি হিজড়ার দল তাদের উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা সুরভী সন্ধ্যা ও রুবিনাকে মারধর করে সন্ধ্যা ও রবিনাকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে মেহেরপুরের হিজরার গুরুমা সীমা হিজড়ার নেতৃত্বে অন্যান্য হিজড়ারা মেহেরপুর সদর থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন।