বাংলাদেশ সকাল
রবিবার , ১৪ মে ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

অনওয়ে স্কুলের রাঙ্গামাটি জেলা টিম ঘোষণা: রাকিবুল লিডার এবং সুবর্না কো-লিডার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৪, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ

এ এম ফাহাদ (খাগড়াছড়ি)॥ ওয়ান ওয়ে স্কুল একটি অনলাইন ভিত্তিক ফ্রি ই-লার্নিং প্ল্যাটফর্ম। ওয়ান ওয়ে স্কুলের লক্ষ্য মূলত দারিদ্র্য ও আর্থিকভাবে অসচ্ছল নাগরিকদের বিনামূল্য দক্ষতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং অদক্ষ জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা। বর্তমানে সে মিশনের আওতায় বাংলাদেশে ৩০,০০০ তরুণ তরুণীর কমিউনিটি গঠন ও নেটওয়ার্কিং উন্নত করার প্রচেষ্টা করছে প্লাটফর্মটি।অন ওয়ে স্কুল সারা বাংলাদেশের হাজার হাজার তরুণ কে একাডেমিক, আইটি, সেল্ফ ডেভেলপমেন্ট বিষয় সম্পূর্ণ ফ্রীতে দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে, এর সাথে যুক্ত আছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষক এবং প্রযুক্তি নিয়ে যারা কাজ করে তথা দক্ষ ফ্রিল্যান্সাররা।

এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ওয়ান ওয়ে স্কুল সেবা পৌঁছে দেওয়া জন্য টিম করার উদ্যোগ হাতে নিয়েছে। তার ধারাবাহিকতা চট্টগ্রাম বিভাগের আওতাধীন ওয়ান ওয়ে স্কুলের সম্মানিত ফাউন্ডার সিফাতুর রহমান সিফাত’ এবং ম্যানেজিং ডিরেক্টর দীপ্তা হালদার এবং নির্বাহী পরিচালক ফারিয়া হকের তত্ত্বাবধানে এবং, চট্টগ্রাম বিভাগের কো অডিনেটর ও ওয়ান ওয়ে স্কুলের সম্মানিত জেনারেল ম্যানেজার নুসরাত জাহান নিপা ও চট্টগ্রাম বিভাগের লিডার মোহাম্মদ রাসেল এর সার্বিক সহযোগিতা ওয়ান ওই স্কুলের অফিশিয়াল ফেসবুক পেজে এ কমিটি ঘোষণা করা হয়।

ওয়ান ওয়ে স্কুল ই-লানিং প্লাটফর্ম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী টিমটি ঘোষনা করা হয়েছে। নবগঠিত ১০ সদস্য বিশিষ্ট কমিটির রাঙ্গামাটি জেলা টিম লিডার হয়েছেন তারুণ্যের এক সাহসী তরুণ যার উদ্যোগে রাঙ্গামাটিতে অন ওয়ে স্কুলের টিম প্রতিষ্ঠিত হয়েছে তিনি হলেন মো.রাকিবুল ইসলাম , রাঙ্গামাটি সরকারি কলেজ শিক্ষার্থী সুবর্ণা হালদার বৃষ্টি কো-লিডার নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৯মে) রাত ১১টায় অনলাইন প্লাটফর্ম গুগল মিটে আয়োজিত ইন্টারভিউ শেষে, যারা যোগ্য তাদের সিলেক্ট করে শুক্রবার (১২মে) এই কমিটি ঘোষণা করা হয়।

এই পূর্ণাঙ্গ কমিটির অন্য সদস্যরা হলেন,এডমিন ম্যানজার রুমি আক্তার, প্রোমোশন ম্যানজার সুলতানুল আরেফীন বায়েজীদ, আইটি ম্যানজার আফরিন আক্তার, কমিউনিকেশন ম্যানজার হালিমা আক্তার সাথী, ইউনিভার্সিটি ম্যানজার জালাল উদ্দীন, স্কুল ম্যানজার মো. সাইফুল ইসলাম, পলিটেকনিক ম্যানজার মো. রাজিব হোসেন, কলেজ ম্যানজার রোকেয়া আক্তার।

নবনির্বাচিত রাঙ্গামাটি জেলা টিম লিডার রাকিবুল ইসলাম বলেন, আমরা দূর্গম রাঙ্গামাটি জেলাকে প্রযুক্তির আওতায় নিয়ে আসবো,আমাদের জেলায় অনেক দরিদ্র শিক্ষার্থী আছেন,যারা অর্থের অভাবে নিজের দক্ষতা উন্নয়ন করতে পারে না, তাদের পাশে থেকে আমরা প্রতিটা ক্যাম্পাসে অন ওয়ে স্কুলের সেবা পৌঁছে দিব।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে টিকে থাকতে হলে প্রযুক্তিতে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই।

উল্লেখ্য, ১০ সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটি ওন ওয়ে স্কুলের রাঙ্গামাটি জেলার প্রথম পূর্নাঙ্গ কমিটি।

সর্বশেষ - এক্সক্লুসিভ