কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : শেখ হাসিনার সরকার পতনের পর ভেঙ্গে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড আতঙ্কেপুলিশ সদস্যরা থানায়েও যাচ্ছেন না। দেখা মেলেনি সড়কেও তাই নওগাঁর আত্রাইয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থী ও ফায়ার সাভিসের কর্মীরা।
শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন রাস্তায় মোড়ে যানজট নিরসনের নিরবিচ্ছিন্নভাবে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।রাস্তার সিগন্যালের পাশাপাশি তারা ফুটপাতে হাঁটা, নিদিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও গণপরিবহন গুলো নিদিষ্ট স্থানে থামার নিদেশনা দিচ্ছেন। নিয়ম মেনে চলতে মানুষ ও গাড়ি চালকদের বাধ্য করছেন। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা মানুষকে নিয়ম-শৃঙ্খলা শিখাচ্ছেন ও চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন।
এদিকে রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি। তবে সতর্ক অবস্থায় দেখা গিয়েছে সেনাবাহিনীকে। সাধারণ নাগরিকেরা শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানান।সড়কে শৃঙ্খলা ভাবে যানচলাচলে সহযোগিতা করেন সাধারণ মানুষ।
আত্রাই মোল্লা আজাদ বিশ্ব(ডিগ্রি) কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার নাদিম তিনি বলেন, এখানে আমরা এসেছি সেনাবাহিনীর নির্দ্দেশে দেশের সেবা করতে। সড়কের যান চলাচল নিরাপদ করতে এবং যানজট মুক্ত এ উপজেলাকে রাখতে আমরা ২০জন শিক্ষার্থী এ কাজে নিয়োজিত। দেশটা আমাদের সুন্দর করে সাজাতে সকলের সহযোগিহতা প্রয়োজন।
সড়কনিরাপত্তার দায়িত্বে থাকা শিক্ষার্থীদের বলতে শোনা যায়, হেলমেট ছাড়া মোটর সাইকেল না চালানোর অনুরোধ।