এম আবু হেনা সাগর, ঈদগাঁও॥ জেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
১৬মার্চ সকাল ১১টায় মাদ্রাসা মাঠে আয়োজিত নবীব বরন, পুরুস্কার বিতরনী অনুষ্ঠান মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আবছার কাদেরীর সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক আবদুস সালামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য,সাবেক সাংসদ,জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রেখেছেন, নারী জাগরনের অগ্রদূত কানিজ ফাতেমা আহমেদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি এড: আবুল কালাম আজাদ,সদর উপজেলা আ,লীগ সভাপতি মাহমু দুল করিম মাদু,চৌফলদন্ডী ইউনিয়ন আ,লীগের সভাপতি এহচানুল হক, সাধারন সম্পাদক শাহ জাহান মনির,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভা পতি মনজুর আলমসহ শিক্ষক- শিক্ষিকা ও অস খ্যক শিক্ষার্থীরা অংশ নেন।
পরে বিভিন্ন ইভেন্টে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরুস্কার তুলে দেন হাতে।